পুকুর ভরা মাছ ,গাছে পাখপাখালী
সবুজে ঘেরা মাঠে , ফসলের সারি
ক্লান্ত দুপুরে কৃষকের হাসি,
অপরূপ সুরে ভরা রাখালের বাঁশি।
সকলের মন যেন আবেশে হারায়.......
কাছে কিবা দূরে থাকি, বারবার ফিরে আসি
সম্প্রীতির বন্ধন আর ভালোবাসায়
মন পড়ে রয় শুধু এই বাংলায়..........
কেউ পড়ে নামায রাখে রোজা
কেউ করে আরাধনা সন্ধ্যা পূজা,
কেউ যায় গির্জায় কেউবা প্যগোডায়
ধর্মীয় অনুভূতি অন্তরে স্বকীয়তায় ।
সম্প্রীতির বন্ধন আর ভালোবাসায়
মন পড়ে রয় শুধু এই বাংলায়..........
ইদ পূজা উৎসবে মেতে উঠে দেশ
খুশির জোয়ারে মাতি হৃদয়ের রেশ,
হিন্দু মুসলিম জাতির একগলা ভাব
একসাথে মিশে থাকি প্রেমের প্রভাব।
সম্প্রীতির বন্ধন আর ভালোবাসায়
মন পড়ে রয় শুধু এই বাংলায়..........
ব্রিটিশ পতনের পর ভাষা আন্দোলন
ছয় দফা দাবি সত্তরের নির্বাচন,
একাত্তরে যন্ত্রণাময় প্রতিটি দিন
তাজা রক্ত দিয়ে করেছে স্বাধীন।
সম্প্রীতির বন্ধন আর ভালোবাসায়
মন পড়ে রয় শুধু এই বাংলায়..........
পৃথিবীর মানচিত্র রবে যতদিন
স্বাধীন দেশের মাটি রবে ততদিন,
শত্রু ধ্বংস করে ভ্রাতৃত্ববোধ
বুকের রক্ত দিয়ে নিবো প্রতিশোধ
সম্প্রীতির বন্ধন আর ভালোবাসায়
মন পড়ে রয় শুধু এই বাংলায়..........