মনুষ্য জনম পেয়ে
মায়ার জালে বদ্ধ হয়ে
থাকি যে ভবে পাপ কার্যে মত্ত।
চুরাশি লক্ষ জনম ভ্রমন করে
ডাকি প্রভু কেঁদে কেঁদে
মানব জনম দাও, হবো মুক্ত।
ছিলাম কৃমি, কীট পতঙ্গ
জলজ, স্থলজ, পর্বত শৃঙ্গ;
পশু পাখি, বৃক্ষকুলে
আর দিওনা জনম মোরে;
মানব দেহ দাও গো যদি
তোমায় ডাকবো প্রাণ ভরি;
লক্ষ কোটি বছর কাঁদার ফলে
মানব দেহ দিলে মোরে;
সপ্তম মাসে মাতৃ গর্ভে
দেখা দিলে স্মরণ মর্মে;
পূর্ব সকল জনম চিত্র
দেখালে প্রভু হয়ে মিত্র;
ভয় পেয়ে আমি করি প্রণাম
পূঁজিব তোমায় ,যাবো গোলক ধাম।
এবার জন্ম নিয়ে মানব কুলে
মায়ায় নিলো সবই কেড়ে;
তোমায় প্রভু ভুলে গিয়ে
ভোগবিলাসে আছি মেতে;
শিশু,কিশোর, যৌবন গেল
আমার আমার আমার বলে;
যখন দেহ বৃদ্ধ হলো
কঠিন রোগ বাসা বাঁধলো;
মুখে আসে না তোমায় শ্রীনাম
মহামন্ত্র এই হরিনাম;
কেঁদে ভয় কুল না পেয়ে
প্রাণ পাখি যায় যে চলে।
{এভাবে আমাদের জীবন, একদিন ঠিকই মনে হবে আমি কে? কি আমার পরিচয়? আমার কর্ম কি? কিন্তু তখন কিছুই করার থাকবেনা। শুধুমাত্র চোখের জল ছাড়া। তাই আসুন....}
সৎ সাধু সঙ্গ করি
মানব জনম হোক ধন্য;
মহামন্ত্র জপ করি
করোনা হীনমন্য।
"গৃহে থাকো বনে থাকো
সদা হরি বলে ডাকো
সুখে দুঃখে ভুলো নাকো
বদনে হরির নাম বলরে"।........