চর্ম চক্ষুতে চাহিগো তোমায় প্রভু,
দেখি নাই কভু হৃদয় খুলিয়া,
ভোগ বিলাস আর নারী সঙ্গমে
তোমায় গেছি ভুলিয়া।
কোথায় হতে এলেম আমি,
কিরূপ আমার কার্য্য,
কুহুকের পিছনে ছুটিয়া বেড়াই
ফেলিয়া সকল নায্য।
কবে আর পাবো মনুষ্য দেহ
বিচার করিয়া মনে মনে,
তোমায় ছাড়িয়া ঘুরে ঘুরে বেড়াই
স্বার্থের পিছু পিছু ছুটে।
অরণ্য রোদন করিয়া যতন
জীবনের হিত করি মিছে,
রক্ত মাংসই ভালোবাসি আমি
প্রেমধন রাখিয়া পিছে।
এবার কর মোরে এই আশীর্বাদ
ওগো প্রভু দয়াময়,
শেষ নিঃশ্বাসে দেখা পাই যেন
মৃত্যু হয় অমৃতময়।