এসিডে একটা জীবন নষ্ট করে দেয়,
সাজানো সুখের ঘর ধ্বংস করে দেয়,
তাই, আমি বলি তোদের এসিড মেরো না ,
আমার বোনকে মেরো না ,
আমার মাকে মেরো না ।
যার কারণে বোনের জীবন
তিলে তিলে হয় ক্ষয় ,
চোখের পানি অঝোর ধারায়
ঝরাতে গো হয় ।
চোখের জল কি এনে দিবে
ঐ না ঘরের সুখ
আমার বোনের প্রিয় মুখ ।
তোমরা এসিড মেরো না .....................
নারী হলো মায়েরই জাত
করো তারে সম্মান ,
নিজের সামনে আপন মায়ের
সইবে কিরে অপমান ,
দুই দিনের এই খেলা ঘরে
গৌরব কিসের ভাই
মা জননীর চরণে স্বর্গ শান্তি খুঁজে পাই
তোমরা এসিড মেরো না ...............