হাট বাজারে লেগেছে আগুন
জ্বলছে মানুষের মনে,
পশু পাখি পুড়ছে মরে
দাবানল জ্বলে বনে।
ঘরে আগুন জ্বলে পুড়ে
ছাই হয়ে যায় মন,
প্রিয়তমার মনে আগুন জ্বলে
কে কার আপনজন।
চাকুরীর বাজারে আগুন জ্বলে
মেধার হয়না মূল্য,
খেলার মাঠেও আগুন জ্বলে
সাধারণ হয় অমূল্য।
রাজনীতিতে আগুন জ্বলে
কথার বাহাদুরি,
শিক্ষাক্ষেত্রে আগুন জ্বলে
এ প্লাসের ছড়াছড়ি।
চায়ের দোকানে আগুন জ্বলে
বিশেষজ্ঞদের হাজার মতে,
অফিসের টেবিলে আগুন জ্বলে
আসেন ঘুষের পথে।
পৃথিবী জুড়েই আগুন জ্বলে
দেখার কেউ নাই,
ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে
অন্তর পুড়ে ছাই।
এই যে আগুন জ্বলছে আজি
মানব জাতির মনে,
অবহেলা আর ঘৃণার আগুন
নিভেনা কোনো জ্বলে।
ভালোবাসার শক্তি দিয়ে
এই আগুন নিভে যায়।
আসুন পৃথিবী গড়ি মায়ার বাঁধনে
অকৃত্রিম ভালোবাসায়।