পাখিরা ঝাঁকে উড়ে যায়
আপন নীড়ের ঠিকানায়
হয়তোবা মিলন হবে সাথির সনে
নতুবা স্থান মৃত্তিকায়।
পিঁপড়ারা চলে দল বেঁধে
শীতের সঞ্চয় খুঁজে ফিরে,
হয়তোবা সফল হবে
নতুবা বিলীন সব বৈরী ঝড়ে।
কুকুর পাহারা দেয় বাড়ী
তার এতটুকু খাবারের আশ
হয়তোবা আহার জোটে
নতুবা পিঠে পড়ে বাঁশ।
মানুষ বাঁচতে চায়
ভালো মন্দে মিশে আশায়,
হয়তোবা কেউ এগিয়ে যায়
নতুবা কেউ নাও বায় দরিয়ায়।
তবুও আমাদের বাঁচতে হয়
এটাই পৃথিবীর সেরা বিস্ময়,
হয়তোবা প্রিয়জনের লোভে
নতুবা পৃথিবী করতে জয়।
আমাদের বেঁচে থাকা হোক
আগামী প্রজন্মের জন্য,
নিজস্ব অবদানে বিশ্বে অমর
বলুক সবাই ধন্য ধন্য।
জলবায়ু ধ্বংস রোধে
করি এক হয়ে কাজ,
আগামী প্রজন্ম স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে
করুক নিরাপদে বসবাস।