ঘড়ির কাঁটায় সাড়ে পাঁচটা হবে,
বলছো শেষ করেছি,দুটো চায়ের কাপ।
দেরিতে পৌঁছানোর শাস্তি আমি জানি,
মিনিটের সাথে বাড়তে থাকে,একটা করে গোলাপ।
যে চোখের প্রেমে পড়ে আমি,
ফেরার জন্য,দেখাইনি কখনো তাড়া।
সেই চোখে দেখছি যা অভিমান,
ভাঙানোর উপায় নেই, জড়িয়ে ধরা ছাড়া।
জড়িয়ে ধরে বলবো,ক্ষমা করো।
তোমার এই অপেক্ষা,এইবারই শেষ।
চোখ রাঙিয়ে বলছো,মিথ্যেবাদী
এক কথা প্রতিবার,তোমার পুরনো অভ্যেস।
হাঁটতে হাঁটতে জোনাকির মতো,
জ্বলে উঠলো শহরের সব আলো।
এক বৃদ্ধ যুগল কাছেই কোথাও বসে,
বলছে,ওদের মানিয়েছে বেশ ভালো।
যেতে হবে বলেই হয়তো আসি।
নয়তো থেকেই যেতাম,চিরদিনের মতো।
আসলে যে মানুষের ভালোবাসা প্রবল,
সেই মানুষের হারানোর ভয় তত।