তোমার স্পর্শ,শৈশবে ঠাকুমার গল্পের মতো
কত সহজেই ঘুম পাড়িয়ে দেয়।
তোমার স্পর্শ,আমার অভিযোগ ভরা দুটো চোখ ঢেকে দেয়
লজ্জাবতী গাছের মতো।
আমার নেই কোনো রাজ্য,নেই সিংহাসন,নেই মুকুট,নেই অস্ত্র
তবু আমায় রাজা করে তোলে
তোমার স্পর্শ ;
আমি আবার যুদ্ধের ময়দানে হাঁটি,সরিয়ে সব ক্লান্তি
কেউ জানে না,শুধু আমি জানি
তোমার স্পর্শে নেই কোনো স্বার্থ,নেই কোনো পাপ
যা আছে,তা কেবল একমুঠো শান্তি।