আমার অধীর অপেক্ষার মুখোমুখি তুমি এসে কখনো দাঁড়াবে না বলে
আজকাল খুব নিখুঁতভাবে আকাশ দেখি।মেঘ দেখি।বৃষ্টি দেখি।
কমলা রঙের বিকেলের পাশে দুটো চেয়ার পেতে রাখি
আমি আছি।তাই দু:সাহস দেখিয়ে ফিলসফির লজিকের মতো তুমিও পাশে রয়েছ বলে মনে করি
একটা সূর্যাস্ত দেখার ভেতর তেমন কিছু নেই
কিন্তু তোমার হাসির কারুকাজে আমার শোক ঢলে পড়ছে পশ্চিম আকাশের কোলে এর ভেতর রয়েছে অনেক কিছু
রয়েছে একটা জিতে যাওয়ার চিৎকার,একটা মানুষকে ভালোবাসার অহংকার,কাছে না থেকেও একটা মানুষ কি তীব্রভাবে কাছে আছে তার উপন্যাস

আসলে তোমাকে ছুঁয়ে থাকা মানেই তো তোমাকে পাওয়া নয়
তুমি রয়েছ শিকড় মাটির মতো।হাওয়াদের মতো।