নারী তুমি আধ্যাশক্তি,ঋষি মণুর হৃদে,
ধীবর কন্যা গান্ধারীর প্রতি প্রচন্ড আশক্তি
পরাশর মুনির,ব্যসদেব-কৃষ্ণ দৈপায়নের জন্ম তাই,
কিংবা কৈলাশ চূড়ায় মহাধ্যানী,শিব-শংকরের অমরায় ধ্যান ভাঙতে পটিয়সী মেণকার নৃত্যাভঙ্গি দেবাদিদেব,মহাদেবকে তাই পরাভূত করেছিল,অতনূর কামবাণে।
তেমনি আমাকেও তুমি রম্ভার মতো করেছিলে উদ্ভ্রান্ত অজ্ঞান।
আমি তাই তোমার শরীরের উপকূলে উপত্যকায় চরে বেড়িয়েছি যথেচ্ছায়।
তারপরও গভীর সমুদ্র স্বপ্নে মগন
আমার যৌবন নিয়ে ফিরে এলাম স্বদেশের ডাকে, মিশে গেলাম জন থেকে জনতায়ঃ
তাই হয়তো আর খুঁজে পাওনি আমাকে,
নারী তুমি ক্ষমা করে দিও আমায়।
-----১৯৭৪।