মাকে দেখেছি
শীতের রাতে-আমার শরীরে
বারবার কাঁথাখানি ঠিকঠাক করে দিতে।
মাকে দেখেছি
গ্রীষ্মের রাতে-আমার বিছানায় ,
বারবার বেতের পাখা হাতে
আমাকে বাতাস করতে করতে ঘুমপাড়াতে।
মাকে দেখেছি-আমার পড়ার টেবিলে,
বারবার জলগামছা হাতে-
খামোকা মশা মাছি তাড়াতে এবং আমি-
কত শুকিয়ে গেছি বলতে বলতে-আমার,
উদোম শরীরে হাত বুলাতে।
মাকে দেখেছি-
রাত হয়েছে বলে বারবার ঘুমের তাগাদা দিতে
আমার কষ্ট হবে বলে সকল কাজে বাধা দিতে।
শুধু মাকে দেখি নাই
কখনো একবার
আমার যত রাগ-বিরাগ-বিরক্তিতে
একটুখানি বিরক্ত হতে।
চিরদিন স্বদেশ " কাব্যগ্রন্থ হইতে উৎকলিত।