কবরে যাবোনা আমি যাবে আমার দেহ
কাউকে নেবোনা সাথে, একান্ত নিঃস্ব
নিঃসঙ্গ হয়ে চলে যাবো,জানবেনা কেহ,
আব আতস,খাক বাদ,আর পঞ্চভূতের গৃহ,
বন্ধ হয়ে যাবে চিরতরে,নিভে যাবে রবী, শশী,গ্রহ,
এবং কামক্রোধ লোভ,মদ মাৎসর্য মোহ।
লীলাশুন্য হয়ে যাবে চূরাশিক্রোশ বৃন্দাবন,
আমি তখন একান্ত একান্তে চলে যাবো,
অগস্থ্য মুনির মতো, মুরলীর মতন লোপামুদ্রার ক্রন্দনও থেমে যাবে তখন।
যখন "সব পাখি ঘরে আসে,সব নদী ফুরায়" এ জীবনের সব লেনদেন।
হয়তো জানবেনা কেহ,মানবেনা,তবু সত্য এই,
কবরে যাবোনা আমি যাবে আমার দেহ।