হে স্বদেশ
তোমার কাছে এসেছি আবার
ভালোমন্দ যা কিছু আমার
সব কিছু নিয়ে
চেতনার ছুরিকা শানিয়ে
আবার এলাম
সূর্য সাক্ষী, তোমাকে সালাম।
তুমি জানো আমার শরীরে
অধুনা কি সুখ আছে ঘিরে
যদি তার উপমায় যাই
ফাল্গুনের প্রানোত্তাপে
বিন্দুবিন্দু ঝরে পড়ে ক্লেশ
হে স্বদেশ মঞ্জুলা স্বদেশ।
হে স্বদেশ পেয়েছি চরম দুঃখে
যে সুখের চুম্বন, চিরদিন সে সুখ
জীবনে করুক বিচরণ।
১৯৭৩ ইং সিলেট বেতার।
প্রকাশিত কাব্যগ্রন্থ চিরদিন স্বদেশ(২০০৮ ইং) এর নাম কবিতা।