একাত্তরে আমি একটা দেশকে দেখেছিলাম আমার স্বপ্নে আমার ভালোবাসায় আমার কল্পনায়,আমার স্বজন হারানোর আর্তচিৎকারের জিঘাংসায়,
মাতা ভাইবোন হারানোর বেদনায়।
বিনতা পুত্র গঢ়ূরের পাথুরে অঙ্গীকারে,
রক্তের স্রোতবাহী মাটির তিলক
ললাটে ধারণ করে,
মাতৃমুক্তির প্রতিজ্ঞা করেছিলাম।
হয় মৃত্যু নয় মুক্তি বলে,
সই করেছিলাম মৃত্যুর অঙ্গীকার নামায়।
তোমরা জানো?
আমি সেদিন আমার মাতার লাশ,
ফেলে গিয়েছিলাম পিতার গলায়।
*একাত্তরের কবিতা।