এইতো স্বদেশ
আমার এদেশ
নয়তো পরদেশ
লক্ষ প্রাণের রক্তে-স্নাত
মুক্ত-স্বাধীন দেশ।।
মায়ের করুণ অশ্রুজলে
ভায়ের তাজা খুনে
স্বাধীনতার স্বপ্ন সফল
উত্তমাশার ভ্রুণে।।
ভাতে মাছে বাঙালীরা
বীরের জাতি হয়
মাতৃভাষা রাখলো ওরা
মরন করি জয়।।
বীর বাঙালী অস্ত্র ধরলো
স্বাধীন করলো দেশ
অবাক পৃথিবী অবাক হলো
সাবাস বাংলাদেশ।।
জহিরপুর ২১/১২/১৯৭১ ইং
প্রকাশিত ছড়াগ্রন্থ(২০১০ ইং) "এইতো স্বদেশের"নাম কবিতা।