শিক্ষিত লোকেরা চিন্তা করে
কিভাবে উপার্জন করি,
কেমন করে বর্তমান সমাজে
সংসারের হাল ধরি।
শিক্ষার এখন নেই মূল্য
আছে শুধু টাকার,
কে কেমনে টাকা কামাবে
এটাই এখন দেখার।
কেউ করে চাকরি বাকরি
কেউ করে ব্যাবসা,
কেউবা আবার টাকার জন্য
দেখায় কত তামাসা।
কেউ আবার ভিডিও বানিয়ে
ছাড়ে ফেসবুকে,
অনলাইন থেকে তারা এখন
টাকা নেয় লুফে।
অবৈধ টাকা উপার্জন করে
নিজেকে বলে ধন্য,
কেউবা রাস্তায় পড়ে থাকে
সামান্য টাকার জন্য।
আমলারা আজ মামলা করে
পকেট করে ভারি,
রাজনীতির ফাঁক ফোকরে
করে আইন জারি।
টাকার গন্ধ নাকের সামনে
করে ঘোরা ফেরা,
অন্যের টাকা নিজের হাতে
বুঝিয়ে নেয় তারা।
এই জীবনে কিভাবে উপার্জন
করলো এত টাকা,
এইসব টাকার জন্যই আবার
তাকে হয় ডাকা।
হায়রে টাকা তোর কারনে
আমার হলো ক্ষতি,
সৎ উপার্জন করলে আজ
খুজতো না কেউ নথি।
আমরা এবার শপথ করি
থাকুক না কম টাকা,
সৎ উপার্জন দিয়ে মোদের
চালাবো সংসারের চাকা।।