মাথায় মোদের শক্ত টুপি
পায়ে শক্ত বুট,
মাজার সাথে বেল্ট বাধিয়ে
পরি শক্ত স্যুট।
অস্ত্র মোরা কান্ধে নিয়ে
ডিউটি সঠিক করি,
দিন নেই আর রাত নেই
শুধুই ধৈর্য ধরি।
কে আসলো কে-বা গেলো
পরিচয় নিশ্চিত হই ,
তল্লাশি তে নেইকো ছাড়
সবাইকে বলে দেই।
গরম কালে ও শীত কালে
পরি একুই মুজা,
তাই মোদের মানসিকতা
একমাত্র সোজা।
রোদে শুকে বৃষ্টিতে ভিজেও
কর্তব্যে নেই ছার,
সেনানিবাস রাখি সুরক্ষিত
এটাই অহংকার।
সঠিক ভাবে তল্লাশিতে
নেই মোদের বাধা,
হঠাৎ কাউকে প্রশ্ন করলে
মনে করে সে ধাঁধা।
তবুও মোরা কর্তব্যেতে
থাকি শক্ত মনে,
সেনানিবাসের সৃংঙ্খলা
পুশি হৃদয় প্রানে।।