সত্যি কথা বলতে বারন
সবাই করি ভয়,
কখন জানি কোন বিপদ
কোন-বা ক্ষতি হয়।
রাজারা সব রাজত্ব করে
প্রজারা থাকে নুয়ে,
রাজার হাতে সালাম করে
পা দিতে হয় ধুয়ে।
রাজার মুখের কথা গুলো
হয়ে যায় সব বাণী,
ভালো লাগুক মন্দ লাগুক
প্রজারা সবাই মানি।
রাজার পাশে চামচারা সব
করে ঘোরা ফেরা,
অনিয়মের মূল শিখরে
দুর্নীতিতে ঘেরা ।
কিভাবে তারা বড় হবে
বানাবে বাড়ি-গাড়ি,
নিজের কাছে যত্ন করে
রাখবে সুন্দরী নারী।
উচিত কথা বলবে যারা
তারাই হবে দোষী,
রাজার এমন আচরণে
প্রজারা হয়না খুশি।
রাজার সাথে চামচা গুলোর
সুখের অবাব নাই,
প্রজাদের এই দুঃখের কথা
কে বলিবে ভাই।
যেমন রাজ্যের তেমন নীতি
বুঝে আসেনা আর,
রাজা প্রজার পার্থক্যের কথা
বলে যাই বার বার।।