আমরা নির্যাতিত নিপিড়ীত,
আমরা যুলুমের স্বীকার।
অত্যাচারীর অত্যাচারিত হয়ে
আমরা আজ নির্বিকার।
জালিমের জুলুম সহ্য করে
সময় করছি পার,
কোন নেশায় কোন আশায়
অপেক্ষা করি বারবার।
জীবন তো একটাই মোদের
কেন করি এত ভয়,
সামান্য এই রিজিকের জন্য
কত কষ্ট করতে হয়।
বুকের সাহস ও মনের ইচ্ছা
কল্পনায় মোরা ভাসি,
অত্যাচারীর জুলুম গুলো
মনের ভিতর পুশি।
চোখ দুটো খোলা থাকলেও
বন্ধ মোদের মুখ,
জালিমের জুলুম সহ্য করেও
খুঁজি আমরা সুখ।