আমার স্বপনিল আকাশে আজ
ধূসর কালো এক ফলক মেঘ।
সূর্যের উকি দেওয়ার দিনটি
ঠিক পরিষ্কার মনে নেই।
জীবনের গতি পথ যেন
সূর্যের কিরন বিহীন পথ চলা।
ফেরিওয়ালার মতন এক সময়
সুখ ফেরি করে বেড়াতাম,
সেই আমি এখন,
মেঘের আড়ালের তরে ছাতা হাতে
গন্তব্যহীন অচিনা রাস্তায়।
সময় যেন কিছুতেই ধরা দেয় না।
পোষা পাখিও এখন খাচাবীমুখ
ছট-পট আর কলোরবে ব্যাস্ত,
মুক্ত মনে গাছে গাছে আর
আকাশে উড়ে বেড়ানোর তরে।
সব কিছু যেন হাতের উল্টা পিঠে
কাছে আছে তার পরেও
ধরে রাখার ক্ষমতার বাহিরে।
মন্দ সময়ের হাতছানি আজ
সুখ গুলো কেড়ে নিয়ে
গভীর বেদনায় নিপুন পথযাত্রা।
তাই ক্লান্ত হয়ে সব কিছু মেনে নিয়ে
নিঝুম কালো মেঘের দেশের
সাথী হীন নীরব পথযাত্রী।