আসসালামু আলাইকুম।

আহ"হা!  কি আজব এক ইতিহাস!
যারা ক'দিন আগেও একটা সামান্য সরকারি চাকুরীর জন্য আন্দোলন করতে করতে সময় পার করছিল, আজ তারাই সরকারি চাকরী না করে, নিজে রাই সরকারের দায়িত্ব ভার গ্রহণ করলো।

তাই একটি কথা না বলেই পারছিনা, সব সময় সবাইকে স্বরন রাখতে হবে যে, নিজের অস্তিত্ব  প্রভাবান্বিত না করে সরল সঠিক চিন্তা চেতনার মাধ্যমে নিজেকে জাতির নিকটে প্রকাশ করাতে হবে।
তাই সামান্য কিছু মনের কথা লেখে রাখলাম, এই এ্যালবামে।

কবিতা- কখন ফকির কখন বাদসা

সকাল বেলার বাদসা আমি
ফকির  সন্ধা  বেলা,
হায়রে হায় আজব পৃথিবীর
কেমন একটি খেলা।

রাজসিংহাসন থাকতো যেথা
আমারেই  অপেক্ষায়,
আমি ছিলাম রাজ্যের শাসক
আজকে আমি কোথায় ?

চিন্তা করিনি  একবারও আমি
নিজের বিবেক'কে নিয়ে,
আমার সিংহাসন এভাবে যাবে
দেশের  জনগণ  দিয়ে।

উত্থান পতন থাকবে তো সবেই
করবো না ক্ষমতার বড়াই,
নিজের সিংহাসন টিকিয়ে রাখতে
করবো না চিরদিন লড়াই।।