হায়রে আমার সোনার জীবন
হায়রে সোনার চাকরি,
তোর কারনে আজকে আমায়
পরিবার থেকে দূরে রাখলি।
মা বাবা আর ভাই-বোনেরা
সবাই ছিল আশায়,
এই বার ঈদে বাড়ি আসছি
আগেই দিছি জানায়।
এই ঝামেলা সেই ঝামেলায়
পড়েছি মাগো আমি,
বর সাহেবকে মা' বলে রাখছি
বুঝোনা কেন তুমি।
মনের ভিতর আশা গুলো
রাখতাম আমি পুষে,
কোন কারনে হলো না ছুটি
কার যে কোন দোষে।
হঠাৎ করে শুনতে পেলাম
আমার হবে না ছুটি,
মাকে ফোনটি দিয়ে বললাম
বানাও না তুমি রুটি।
এবার ঈদেও হলো না আর
তোমার সাথে দেখা,
জীবনের সাথে যুদ্ধ করেই
মনটাকে দেই ছ্যাকা।