কত স্বপ্ন আর কত আশা
রয়েছে আমার বুকে,
তোমায় নিয়ে ঘর বাধিবো
রাখিব অনেক সুখে।
রিম ঝিম কত বৃষ্টি হচ্ছে,
নেই যে তুমি পাশে,
তোমার কথা মনে পরছে
দিন ও রাতের শেষে।
আষাঢ় শ্রাবন চলে গেলো
কাছে নাহি এলে,
ভাদ্র -আশ্বিন মাসে তুমি
যেও না আমায় ভুলে।
কার্তিক আর অঘ্রাণ মাসে
শীতল হাওয়া বয়,
তোমার উষ্ণতার ছোয়া পেতে
মনটা উদাসীন হয়।
পৌষ আর মাঘ মাসের
কষ্টের কথা বলি,
শীতের এমন সময়ের মধ্যে
তোমায় ছাড়াই চলি।
ফাল্গুন ও চৌত্র মাসে
তোমায় যদি না পাই,
তোমায় ছারা এই জীবনটা
পুরে হবে যে ছাই।
পহেলা বৈশাখের নববর্ষে
খাওয়াবো পান্তা ইলিশ,
জৈষ্ঠ্য মাসে তোমায় না পেলে
বানাবো কোল বালিশ।।