দিকে দিকে সান্তাক্লজ উপহার দেয় হাতে হাতে
সবাই বলে এলো বড়দিন শিশিরসিক্ত প্রাতে।
এমন দিনে ধনী-গরিবের মিলনের মহালগ্ন,
তাইতো সবাই মহোল্লাসে উৎসবে হয় মগ্ন !
দ্বন্দ্ব-বিরোধ ত্যাগ করে মনকে করব সরল
এমন দিনে সাদা মনে মিশাই না যেন গরল।
খ্রিষ্ট-জন্ম বড়দিন গভীর তাৎপর্যময় শিক্ষা,
ধন্য তাদের জীবন যারা নিয়েছে যিশুর দীক্ষা।
ক্ষমা ও প্রেম যিশু খ্রিষ্টের প্রথম দু’টি কথা
আরও বলেন মিথ্যা সাক্ষ্য দিও না যথাতথা।
উল্লেখিত বিষয়গুলোকে মেনে চলতে হয়
তাতেই আসবে সুখশান্তি নিখিল বিশ্বময়।
বড়দিনের মহানন্দে আজ সকলে খুব মগ্ন
ঢোল খোল নিয়ে কীর্তন গেয়ে কাটায় শুভ লগ্ন!
শহর ছেড়ে গাঁয়ে আসে সকল খ্রিষ্টভক্তগণ
মহামিলনে যোগ দিয়ে তারা হর্ষে ভরায় মন।
শীতের শিশির মাড়িয়ে সবাই খ্রিষ্টযাগে যায়
খ্রিষ্টযাগের শেষে সবাই কেক পিঠাপুলি খায়।
বউ-শাশুড়ি ব্যস্ত সময় কাটায় এমন দিনে
ঝিয়ারি-বহুড়ি রাজাপ্রজা আজ মিলে দীনেহীনে।
ভেদাভেদ বা দ্বিধাদ্বন্দ নেই বড়দিনের মাঝে
আলিঙ্গনে আজ জড়াবে বুকে গরিবে আর রাজে।
মহামিলনে যোগ দিতে পেরে নিজেকে মানি ধন্য
তাইতো সদাই আশায় থাকি শুভ দিনের জন্য।
বড়দিনে যেন সবাই থাকে নিরোগ স্বাস্থ্যবান
‘অমিক্রন’ যেন ছোবল দিয়ে নেয় না কারো প্রাণ।
এই অনুনয় করব আজি বিশ্বপিতার কাছে
তাঁর কৃপা বিহীন ভক্তের কী অন্য উপায় আছে ?
সবাইকে শুভেচ্ছা জানাই শুভ হোক বড়দিন
নববর্ষ ঐ আসছে ধেয়ে বাজিয়ে খুশির বীণ !
দিন বদলিয়ে নবীন আসে নব পঞ্জিকা খুলে
সূচিত হয় নতুন অধ্যায় পুরাতনকে ভুলে।