বিদেশ বিভুঁই শহর নগর যত করেছি ভ্রমণ
আমার সোনার দেশের মতন দেশ দেখি না এমন।
মন মাতানো দেশ আমাদের প্রীতিকর দৃশ্য-ভরা;
স্বপ্ন-মাখা সোনার বাংলা হাজার স্মৃতিতে গড়া।

লক্ষ প্রাণের বিনিময়ে জাতি লভেছিলো স্বাধিকার
ছাত্র-জনতা ছিনিয়ে এনেছিলো মৌলিক অধিকার।
আজ তিপ্পান্ন বছর পেরিয়ে কেন রক্তনদী বয়?  
পুত্র হারিয়ে মা বারে বারে অশ্রুসিক্ত হয়?  

বারে বারে যদি ঘটে অভ্যুত্থান এমন স্বাধীন দেশে;
বহির্বিশ্বের গণমানুষ সব দেখবে হেসে হেসে।
বাংলাদেশের ভাবমূর্তি ক্রমে হতেছে ধূলিসাৎ
হিংসাদ্বেষের বশবর্তী হয়ে ঘটায় রক্তপাত।  

একাত্তরে দিয়েছি অঢেল রক্ত, সম্ভ্রম দিয়েছে নারী
মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কেমনে ভুলতে পারি?  
করজোড়ে আজ মিনতি করি বঙ্গজনতার কাছে
রাষ্ট্রসংস্কার করি যা কিছু লোপাট হয়ে আছে।    

প্রতিহিংসার আগুন নিভিয়ে মিলেমিশে দেশ গড়ি
সকল শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।
হিন্দু মুসলিম বৌদ্ধ খিস্টান ভ্রাতৃ-বাঁধনে থাকি;  
স্বজন হারানোর ব্যথার আগুন হৃদয়ে পুষে রাখি।    

আবার দেশে বিজয় আনলো ছাত্র-জনতা ভাই
তাদেরকে আমি হৃদয় থেকে সাধুবাদ জানাই।  
ভুলে ভুলে ভরা ভুবন, ভুলেতে গড়া মানব জীবন,  
একটিমাত্র ভুলের তরে কাঁদে মানব সারা জীবন।