তোমার আমার ভালোবাসা চাঁদের বুকে হাসে !
চাঁদের কিরণ পেয়ে অথৈ সাগর জলে ভাসে ।
তোমার আমার ভালোবাসা, চলছে দিঘল দিন
ভালোবাসার শেষটা কোথায়, বাজবে কবে বীণ্ ?
তুমি বিহীন আমার জীবন মরুর মত লাগে,
গায়ে হলুদ মাখতে আমার মনে আশা জাগে ।
মা বাবা যে মানছে না আর, বর খুঁজতে চায় ,
দয়া-মায়া নাই কো বুঝি, তোমার বাপে মায় ?
কি বলবো আজ তোমার কাছে, বুঝতে নারি আর
নর-নারীর জীবন-যৌবন বিবাহতেই সার !
আর কতদিন জীবন-যৌবন আটকে রাখা যায় ;
আত্ম হনন ছাড়া আমার, নাই কোন উপায় !
শীত গিয়ে বসন্ত আসে, আষাঢ় ভাসায় জলে
এই অভাগীর হিয়া জ্বলে, বিরহের অনলে !
কি করবো, কারে জানাবো, আমার মনের কথা ,
মনের কষ্ট লুকিয়ে রাখলে বাড়ে বুকের ব্যাথা ।
ঘুম হারিয়ে কাটাই নিশি শূন্য বিছানায়
কল্পনাতে তোমায় হেরি মনের আঙ্গিনায় !
এসো এসো প্রাণের সখা, ঘোর বিরহে মরি ,
দোঁহে মিলে প্রেম সাগরে ভাসাই প্রেমের তরী ।
তোমায় কত ভালোবাসি, তুমি কি তা জানো ?
ত্বরা করি ওগো সখা, আমার কথা মানো ।
ভালোবাসার দিবসে আজ, গাঁথি ফুলের মালা ,
থালায় নিয়ে চুয়া-চন্দন, সাজাই বরণ ডালা ।
মনের পাতায় ছবি আঁকি সারা দিবস নিশি ;
ছায়া রূপে দোঁহে মিলে করি মিশামিশি ।
কিছু কথা যায় না বলা, রেখে যাই আজ বাকী,
প্রেমের স্মৃতি বুকে নিয়ে একলা ঘরে থাকি !
প্রেমের সংলাপ এই জীবনে, হয় কি সমাপন ?
প্রেমের খেলা বাড়ায় শুধু, মধুর জ্বালাতন !!