সুস্বাগতম নব বর্ষ, শুভ বিদায় পুরাতন বর্ষ
দুঃখ-আনন্দ আশার সমাহারে, হৃদয়ে জাগিছে হর্ষ !
ষড়ঋতুর পরিক্রমায় , আবার বৈশাখ আসিলো
তাই তো আজিকে বঙ্গবাসী, নবোৎসবে মাতিলো !
আমের বনে গাছের শাখে, দুলিছে সবুজ আম
কাঁঠাল লিচু জামের বাগিচা, গড়িছে স্বর্গধাম !
বৈশাখের আনন্দ-উৎসব, চলিছে রাজধানীতে
ইলিশ-পান্তায় নব বসনে,সাজিছে রকমারিতে ।
সকলস্তরের শিক্ষার্থী, বরণ করিছে নববর্ষ,
সবাকার মাঝে ফুটিয়া উঠিছে, বর্ষ বরণের হর্ষ !
আলিঙ্গনে আজ মিলিছে বুকে, একে অন্যের সনে
ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, হালখাতার আয়োজনে।
বিগত সালের অপকাজ, অযাচিত অপরাধ যত ,
ক্ষমা চাহি তাই, নয়া সালের কাছে, শির করি অবনত।
পরচর্চা আর প্রতিহিংসাতে সুফল ফলেনা কভু
বিদেশ-বিভুঁই এত ভ্রমিয়াও, জ্ঞান হইলনা তবু ??
ওহে সকল বন্ধুবর্গ, আজি নবোৎসবে আসো
সরল চিত্তে মাতিয়া নৃত্যে, আনন্দ সুধায় ভাসো !
বিগত বর্ষে যাহা মন্দ ছিলো, আঁস্তাকুড়ে ফেলি দাও
আরম্ভ কর আজ শুদ্ধ জীবন, মঙ্গল কাজে যাও।
নব বর্ষের সনে জীব-জীবনের, সম্পর্ক অতি স্পষ্ট
জীবন শুদ্ধির শপথ করি, হইনা যেন পথভ্রষ্ট !!
যুগে যুগে এই বর্ষ বরণ চলিতেছে চিরদিন,
শপথ করি আজ , মম হৃদয়ের পাপ করিব লীন।
ওহে সখা, পহেলা বৈশাখ, নববর্ষরূপে আসো
আমার কৃত অসদাচরণ, নব উদ্যমে নাশো !!
তোমায় আমি বরণ করি আজ, দীন উপচার দিয়া
তব মহিমায় নাচিবে অনেক, এই গরীবের হিয়া !!
ধন্য ধন্য বঙ্গাব্দ তুমি, ষড়ঋতুর অঙ্গন মাঝে
পত্র-পল্লবে সাজিয়া থাকো হে, নিয়ত সকাল-সাঁঝে ! !