শিশু ছিলাম খুব ভাল ছিলাম স্বীয় মাতৃকোলে
পয়সা নিতাম মাতা হতে কোনো প্রয়োজন হ’লে।
পিতার অবদান ভোলা যায় না সমব্যথী পিতা
খোকাখুকির সুখের তরে নেই তার বিলাসিতা।
রিকশা চালিয়ে সে বইখাতা আনে আমাদের জন্য
পাঁচ ভাইবোনের বাবা মহোদয় মহান অনন্য।
সকাল হতে ঘাম ঝরায় বাবা রাত্রিকালে ফিরে
চাল ডাল নুন নিয়ে আসে সে ছোট্ট সুখের নীড়ে।
মায়ার জালে বাবা জড়িয়ে রাখে কষ্টের সংসার
হৃদয়টি যেন মহাসাগর রঙিন স্বপ্ন তার।
শিশুকালের খেলনাগুলো আজো নেড়েচেড়ে দেখি
সকল খেলনার মাঝে সেই উড়োজাহাজ একি!
বাবার কাকাতো ভাই মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলো
ব্যাটারিচালিত প্লেনখানা সে আমায় এনে দিলো।
একদা জানতে পারি প্লেনটি বিনা পয়সায় নয়
বিনা পয়সায় রিকশাচড়ে সে ঘুরতো জেলাময়।
সেই সুবাদে বাবার সাথে এই চুক্তি হয়েছিলো
তাইতো চাচা ব্যাটারিচালিত প্লেনটি দিয়েছিলো।
কি-না করে সকল বাবা এই সন্তানের জন্য?
সেই সন্তান যে ডানপিটে হয় অসৎ জঘন্য।
ভাবতে গিয়েই মাথা ঘুরে মিল খুঁজে না পাই,
বাবার মত এমন বন্ধু কোথাও দেখি না ভাই।
শেষকালে পিতামাতার ঠিকানা বৃদ্ধাশ্রম হয়
অতি সাধের কষ্টের ধন কেউতো আপন নয়।
মিছে মায়ার অভিনয় হেথা মিছে রঙমহল
নাড়ীর টানেই মিলায় মেলা বৃথাই কোলাহল।
সংসারবিরাগী সন্ন্যাসধর্মে ব্রতচারী যারা,
তাদের কোনো নেই পিছুটান ত্যাগে তুষ্ট তারা।
মায়ের একবিন্দু দুধের ঋণ চোকাতে পারে কে?
জননী আমার সেচ্ছাদাসী দিবারাতি সজাগ সে।
নিশীথে যখনি কান্না করি শু’য়ে মায়ের পাশে,
বুকের দুগ্ধ খাইয়ে জননী সব রিপুকে নাশে।
জন্মদায়ীনি অনুপমা যার গুণের সীমা নাই
মায়ের মত মায়াবীনি আমি কোথায় খুঁজে পাই?
সেই মাকে যদি অবজ্ঞা করি সুখি হবো না কভু,
পক্ষাঘাতে যদি অচলা হয় মা ফেলি না যেন তবু।
মাতাপিতার অমিত অবদান তুলনা নেই যার,
শিশুকালে যে মা-বাপ হারায় দুঃখী জীবন তার।
পিতামাতা বৃক্ষসমান সদা দেয় শীতল ছায়া
গালমন্দ করে ক্ষণতরে নিমেষেই করে মায়া।
ঘরবর সংসার গড়নে নিয়োজিত যে জন
যশের স্থলে পায় অপবাদ ব্যথিত জীবন।
যথা প্রশ্ন রাখি বৈরাগ্য সাধন কতোখানি ঠিক?
যে যার ভূমিকায় যুক্ত থাকে সকলেই সঠিক।
জানি সবাই মাতৃ হতেই এসেছি ঠুনকো নীড়ে
সব মায়াজাল ছিন্ন ক’রে একা যেতে হবে ফিরে।
কেউ যাবে না মম সঙ্গে সেই ভয়ঙ্কর পথে
নির্বাক মুখে মর্ত্য হতে চড়বো অন্তিম-রথে।
মাতাপিতা ভ্রাতাভগ্নি ক্ষণিকের জ্ঞাতি পরিজন
চুকিয়ে দিবে সব সখ্যতা সেই অশুভ মরণ!
মাতাপিতা মম জন্মভূমি তারাই সৃষ্টির মূল,
তাদেরকে যদি অবজ্ঞা করি সেটি মস্ত ভুল।