...
বন্দি তোমার নাম হে দয়াল
বন্দি তোমার নাম
স্বর্গ মর্ত্য পাতালপুরে তুমি
বিরাজো অবিরাম।
বন্দি সাগর আকাশ-বাতাস
বন্দি চাঁদের আলো
বন্দি রবির আলোকপ্লাবন
বন্দি মেঘের কালো।
তুমি যে প্রভু ক্ষমার নিধান
অতল সাগরসম
আমার কৃত পাপ অপরাধ
ক্ষমা দাও প্রিয়তম।
তুমি কৃপাসিন্ধু হে সৃষ্টিকর্তা
আমি তোমার অধীন,
মানবজন্ম দিয়েছ আমায়
কেমনে শুধি’ তব ঋণ।
আমি যে নরাধম মূঢ়মতি
আঁধার পথে চলি
যখন আমি দুরাচার করি
তাও তোমাকে বলি।
লুটতরাজেও স্মরি তোমায়
তখনও বাঁচাও জানি;
অকূল পাথারে ডুবি যখন
তোমাতে জুড়ি পাণি।
দয়াল তোমার দয়াবিহীন
নিখিল বিশ্ব অচল
তুমিবিহীন এই জগতের
সকল কিছু বিকল।
রবিশশী আর গ্রহতারকা
আকাশ বায়ু মাটি
সাগর নদী জীবজানোয়ার
সৃষ্টি তোমার খাঁটি।
ওগো সর্বেশ্বর দয়াল গুরু
তুমি প্রভু নিরঞ্জন
তোমার পুণ্য চরণকমলে
সঁপি আমার জীবন।
পাই যদি তব চরণযুগল
বক্ষে চেপে ধরবো,
তব চরণধুলায় স্নাত হয়ে
শুদ্ধ জীবন গড়বো।
আমি বন্দি তব সকল সৃষ্টি
জগতে আছে যত
তোমার অগাধ সৃষ্টির প্রতি
আমার মাথা নত।
আমি কৃতজ্ঞতা জানাই তোমায়
হে মহীয়ান প্রভু !
দয়াল তোমাতে যেন আস্থা রাখি
ভুলি না যেন কভু।
তুমি যে আল্লাহ কারো শ্রীহরি
কারো যীশু কারো রাম,
একেশ্বর আমার হৃদয়ে মূর্ত
সদা জপি তার নাম।
স্বর্গাধিরাজ ওগো বিশ্বপিতা
হে ত্রিলোকের নটবর
সমুদয় শান্তি তোমার কাছে
ওগো শান্তির মহাবর।
নিয়মিত তোমার ভজনা করি
যত আছি ভক্তপ্রাণ
হজ্ব জাকাত রোজা নামাজ পড়ি
মুমিন মুসলমান।
এসো এসো ভাই একতা গড়ি
স্বাধীন বাংলার খন্ডে,
এসো গাই সকলে সাম্যের গান
শোক ভুলি আনন্দে!
পুরো বিশ্ববাসীকে জিম্মি করেছে
করোনা মহামারি,
ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন ঘাতক
কত প্রাণ নিচ্ছে কাড়ি!
দিবস ফুরায় সন্ধ্যা ঘনায়
আরো কি আছে যে ভালে?
শমনের হানা চৌদিক হতে
সুখ গিলে খেলো কালে।
অযথা দম্ভ মান-অহঙ্কার
মৃত্যুর কাছে হার মানে;
প্রতাপ-পরাক্রম প্রতিহিংসা
ধ্বংসকে ডেকে আনে।
তাইতো বলি শোনো বন্ধুগণ
লোভে পাপ, মৃত্যু পাপে,
পরের ধনে কেউ রাজা হলে
সে মরবে অভিশাপে।
ওগো পরম সত্য সনাতন
তুমি যে কর্ণধার
আমি অপার হয়ে কান্নারত
আমায় করো পার।
বন্দিলাম তোমায় দীনচিত্তে
কি দেবো তোমায় আমি?
ভক্তি বিনা মম আর কিছু নাই
জানো হে অন্তর্যামী।