শীত কাল মানে, বড়দিনের ক্ষণ,আনন্দে মন দুলে !
হাড় কাঁপানো শীতের মাঝেও কেউ, দিনটিরে না ভুলে !
শীত কাল মানে,শিশিরসিক্ত, ঘাস তরুলতার বন,
বাংলা সনের পৌষ মাসেই আসে, খ্রীষ্ট জন্মের ক্ষণ !
শীত কাল মানে, খেজুর রসের স্বাদু পিঠা-পায়েস !
শীত কাল মানে,লেপ-তোষকে ,সুখ শয়নে আয়েশ !
শীত কাল মানে, অসহায়ের বিড়ম্বনা বাড়ায় !
শীত কাল মানে,হিম প্রবাহ তীব্র হয়ে দাঁড়ায় !
উদযাপন হয় “শুভ বড়দিন”, সর্বজনের মাঝে,
ভাগাভাগি হয়,সুখ উপভোগ দরিদ্রে আর রাজে !
পঁচিশে ডিসেম্বর সেই বড়দিন,সারা বিশ্বময় !
মানবকুলে আসেন বসুধায়, খ্রীষ্ট দয়াময় !
ঈদ বড়দিন পূজাপার্বণ, সকল ধর্মের পুঁজি
তাইতো এমন মাহেন্দ্রক্ষণ, বছর ধরেই খুঁজি !
বড়দিন মানে। নতুন পোষাক ,মিলে বড়ই খাসা !
শিশু কিশোর ললনারা তাই, মিটায় মনের আশা !
বড়দিন মানে, ত্রাণ বিতরণ, দীনদরিদ্রের মাঝে।
তাতেই আসে মানবিক তুষ্টি, মানব কল্যাণ কাজে !
বড়দিন মানে,আত্নশুদ্ধি, মানব জাতির জন্য
বড়দিন মানে, কোন্দল ছেড়ে জীবন কর ধন্য !
বড়দিন মানে, সংকীর্তনে যোগদান করি আসো,
সেই মধুনামে বিভোর হয়ে পুণ্য সুধায় ভাসো !
বড়দিন মানে, গোশালাতে খ্রীষ্ট রাজের স্থান,
তাঁর মহিমায় খ্রীষ্ট ভক্তের নাচে তনুপ্রাণ !
এসো ভাই, আজ বিদ্বেষ ভুলি, করি আলিঙ্গন,
মানব সেবায় ব্রতী হয়ে করি আত্মনিবেদন !
যীশু খ্রীষ্ট মানব জাতির পতিত পাবন জানি,
পাপীকে তিনি ক্ষমা করেন,মুছে দেন সব গ্লানি !
সেবাই ধর্ম মেনে নিয়ে এসো, সেবার রাস্তা ধরি,
গৃহহীনকে বুকে টেনে নিয়ে পুনর্বাসন করি।
এগিয়ে এসো ভাই, দুর্গতকে করি মানবিক ত্রাণ,
স্বাস্থ্য সেবায় হই আগুয়ান, বাঁচাই তাদের প্রাণ।
এই অনুনয় করবো আজি খ্রীষ্টরাজের কাছে,
তাঁর করুণা ছাড়া ভক্তের আর কি উপায় আছে?
বড়দিনের শুভেচ্ছা জানাই, সকল জাতির কাছে,
শুভ নববর্ষ আসছে ধেয়ে, শুভ বড়দিনের পাছে।।