সকল পাঠকবর্গকে  শুভ বড়দিনের অশেষ শুভেচ্ছা জানিয়ে এই কবিতাখানি নিবেদন করা হল  এবং শুভ নববর্ষের সম্ভাবনাময় শুভ কামনা রইলো ......



                          বড়দিন ও শিক্ষা
                      -দীনেশ পিটার রেগো
                       -সিলভার স্প্রিং মেরীল্যান্ড


         পৌষের হিমেল দিন,      দিকে দিকে বাজে বীণ,
                      সুখের জোয়ারে ভেসে যায় মন,
          যীশু এলোরে ধরায়,       আনন্দে রাত পোহায়,
                      যীশুর মহিমা গায় সবজন।
           সারা বছরের গ্লানি,        আর যত হানাহানি,
                      আত্মশুদ্ধির যোগ্য সুযোগ আজ,
          কুপথে কেটেছে বেলা,    খেলেছি অস্ত্রের খেলা,
                      ক্ষমিবে কী প্রভু,শত অপকাজ??
          জন্মিয়া মানবকুলে,       সুকাজ করি নি মূলে,
                       সর্বদা থেকেছি ষড়রিপুগ্রস্ত,
          প্রভু যদি ক্ষমা করে,       সকল পাপ না ধরে,
                      তবে হব আমি মুক্তিতে আশ্বস্ত।
          খ্রীষ্টের মহিমাসার,          গাও সুরে অনিবার,
                      পুণ্য কথায় জুড়াবে তপ্তপ্রাণ!!
          যীশুর আদর্শমত,           খুঁজে লও দুস্থ যত,
                     উন্মুক্ত মনে দুঃখীকে কর ত্রাণ।
          বিবস্ত্রকে বস্ত্র দাও,          অসুস্থকে সেবা দাও,
                      গৃহহীনকে পুনর্বাসন কর,
          যীশু পতিতপাবন,           কর তার পিছুধাবন,
                      আত্মশুদ্ধিকল্পে তার পথ ধর।
           আজি এ আনন্দঘনে,        নাচে মন  অনুক্ষণে,
                      এমন শুভদিন রোজ আসেনা,
          বছরান্তে যীশু এলে,          মহানন্দে হিয়া খেলে,
                       পুলকধারা ছাড়া মন ভাসেনা!!
          আনন্দের সাথে সাথে,        ভাসব কী রক্তপাতে,
                      বিশ্বময় হত্যাযজ্ঞ হলনা বন্ধ!
          মনুষ্যজগত-মাঝে,           মানুষ অসুর সাজে,
                      নিত্য হত্যাযজ্ঞ ওদের আনন্দ!!
          সব কথা ছাড়ি আজ,        সব গ্লানি সব কাজ,
                      শ্রদ্ধার্ঘ্য রাখি তার পদকমলে,
          ভক্তি ভ’রে যীশু জপি,     তাকে তনু-মন সঁপি,
                      আত্মায় পুষ্ট হই ভক্তির বলে!!
          আত্মশুদ্ধির এ দিনে,      ত্রাণ করি দীনহীনে,
                      বারবার সুযোগ আসেনা ভাই,
          গরীবের পাশে থাকি,      এসো মন খোলা রাখি,
                      চলো পতিতের সকাশে দাঁড়াই।
          চলো কৃপাভিক্ষা চাই,      যীশুর সান্নিধ্যে যাই
                    গির্জায় গিয়ে মিলব শত্রুসনে,
          হিংসাদ্বেষ সব ছাড়ি,       আত্মার কালিমা ঝাড়ি,
                    দুরভিসন্ধি পুষিনা যেন মনে ।
          যীশুর সুশিক্ষা নিয়ে,       নিজেকে লই শুধরিয়ে,
                      করি না যেন অসামাজিক কাজ,
          বড়দিনের এ শিক্ষা,        আত্মশুদ্ধির পরীক্ষা,
                      পরীক্ষায় সফল হতে হবে আজ ।
          জড়ো হও বন্ধুগণ,         এসো করি আলিঙ্গন,
                       খ্রীষ্টের আদর্শ করি অনুধ্যান,
          পান ক’রে দ্রাক্ষাসুধা,       মিটাব পিপাসা-ক্ষুধা,
                      যে দ্রাক্ষাসুধা বাড়ায় দিব্যজ্ঞান !
          সমুদয় বিশ্ববাসী,            শুভেচ্ছায় ভালবাসি,
                     জানাই হার্দিক শুভ বড়দিন,
          লহ মম আমন্ত্রণ,          মাতা-পিতা বন্ধুগণ,
                      একত্রে বাজাই আনন্দের বীণ !
          বড়দিনের সাথে সাথে,    মানুষ আনন্দে মাতে,
                      শুভ নববর্ষ বরণের তরে,
          পুরাতন যায় যায়,           নববর্ষ আঙিনায়,
                       সুস্বাগতম জানাই প্রাণ ভ’রে ।।