তুমি ফিরবে বলে
- মাসুদ রানা দিলশাদ
তুমি ফিরবে বলে
আমি দু’চোখে স্বপ্ন দেখি চুপচাপ।
তুমি ফিরবে বলে
আমি ছেড়ে যাইনি এই জনপদ।
দুঃখ বিলাস না-ই বা করলাম,
চেষ্টা, তেষ্টা বুকে অপেক্ষায় রইলাম।
একাকীত্বেই মাঝে খুঁজি দিবানিশি,
ব্যস্ততার ফাঁকেই তোমায় খুঁজি বেশি।
আড়ালে তীব্র অনুভূতির দেয়াল,
রহস্যের সঙ্গে থেকে আমি বেখেয়াল ।
গভীর রাতে আঁধার আকাশে,
নদীর বুকে ঢেউ উঠে নিদারুণ বাতাসে।
আমার জন্য তোমার সময় হবে?
নীড়ে ফেরার পথে নাকি সময় ফুরবে?
দীর্ঘশ্বাস ছেড়ে ম-ম চোখ যুগলবন্দী,
মায়াজাল অনর্গল দিবানিশি ফন্দি ।
আমার অস্থিরতা শুধু তোমার জন্য,,,
মিল অমিলের গল্প জুড়ে অনেক প্রশ্ন!
যা আমি টের পাই.... ভুলিনি ; ভুলবো না কখনো।