কর্মজীবন
- মাসুদ রানা দিলশাদ

কর্মজীবন মানে নতুন বলয়,
পথচলা শুরু আলো-ছায়ায়।
অঙ্গিকারে দায়িত্ব বোধদয়;
জীবনের এই কর্মযজ্ঞে~
ক্ষণে ক্ষণে স্বপ্ন বুনে হৃদয়।

কর্মজীবী মানুষ তরতাজা,
শ্রমের বীজ বুনে মাঠে।
পরিশ্রমের ঘামে ভেজা,
আশার আলোয় দিন কাটে।

রোদ-ঝড় আর বৃষ্টির মাঝে,
তারা হাসে, তারা কাঁদে।
কর্মজীবন চলে পথের বাঁকে ,
স্বপ্ন মেলে খুশি আকাশ ঢেকে।

স্বচ্ছতা,জবাবদিহিতা নিপুণ কাজে;
নিশিদিনের কর্মে চাপ, স্বপ্নভরা চোখ,
ক্লান্তি তবু চলমান, আশায় ভরা লোক।

তাদের হাতে গড়ে ওঠে,
জীবনের সেই মহাসড়ক।
কর্মযজ্ঞে অবিরত ধারা,
আলোকিত ভাবনায় ভবিষ্যৎ।

নেই কোনো থামার সময়,
চলার পথেই  সুখ প্রাচীর !
কর্মজীবন রচনা ঘিরে বিস্ময়,
অশ্রু মুছে ঘামে ভেজা শরীর।