অদ্ভুত পর্ব -
মাসুদ রানা দিলশাদ
মাঝে মাঝে খুব মনে পড়ে,,
আগন্তুক পরিচয়ের পর্ব মুহূর্ত গুলো!
হয়তো
জীবনে এমন কিছু লুকিয়ে আছে,,
যে অনেক চেষ্টার পরও ব্যর্থ হই…
হয়তো আমি কিছুটা বিচলিত হই।
চ’লে গেলেও মনে হয়
কেউ হয়তো এসেছিল।
কেননা এমন কিছু মানুষ আছে ~
যাঁরা কিছু কারণে কিংবা অকারণে ~
হৃদয়ের চিলেকোঠায়
জায়গা করে নিয়েছিল।
চাইলে মন থেকে সরানো যায় না,
এটা সত্যি অদ্ভুত রকমের মোহনা।
আগন্তুক পরিচিতদের সাথে~
মায়াবী বুনো সুতোর জাল বিস্তার করি,,
বাঁচিবার সাধ ভূবন মাঝে গড়ি ।।