বন্ধুত্বে অপেক্ষা
- মাসুদ রানা দিলশাদ
বন্ধু দেখা করার ইচ্ছে তোমার সাথে,,,
কিন্তু তা হলো না ব্যস্ততার অজুহাতে।
মোরা আজ কাছে কিংবা বহুদূরে,
মায়া আলাপে জড়িয়ে থাকা সুরে,
রংধনু সাত রঙের ফোঁটা এ শহরে।
দেখা হবে তবে বন্ধু পৃথিবীটা তো গোল,
মনের ভিতরে ঠাঁই দিও না তালগোল।
ঘুরতে ঘুরতে একদিন ঠিক দেখা হবে,
দিগন্তের মেঠোপথ স্নিগ্ধ তবে।
প্রাঞ্জল অনুভূতিতে অপেক্ষায় রইলাম,
আশা বাঁধিলাম বুকে কিছু আয়োজন ।
বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সুখে-দুঃখে,
এই নিবেদন রইল মহান রবের কাছে।
স্নেহ ভালোবাসা কিন্তু অন্যরকম,,
যদি থাকে অপেক্ষার আয়োজন।
১২-০১-২০২৩ ইং