অনর্থক অনীহা
- মাসুদ রানা দিলশাদ
অনর্থক কিছু হয় না কখনো,
প্রয়োজনের বুননে সব খোলে।
যা আসে, তাও প্রয়োজনেরই রঙ,
মন্দ-ভালো সবই পথের সঙ্গ।
বিন্দু বিন্দু চেষ্টার মাঝে লুকিয়ে,
সময় দেয় পরিণতির মুখোশ তুলে।
আমরা ভাবি, কত কিছু বৃথা,
আসলে সবই তো জীবনের মিথ্যা।
প্রয়োগ আর প্রয়োজনে গাঁথা,
প্রতিটি মুহূর্তই মূল্যবান কথা।
সময়ের স্রোতে যা চলে যায়,
অর্থহীন নয়, শুধু স্মৃতি গায়।
যা সামলে নিতে হয় অবিরত,
তার মধ্যেই খুঁজে পাই পথ।
অপ্রয়োজনেও লুকানো প্রয়োজন,
বাতাসে ছড়িয়ে থাকে অনুরাগের মন।
সব কিছুই সার্থক, সবই সুর,
প্রয়োজন শুধু চোখে অনুধাবন দূর।
জীবন যে নিখুঁত বুননের খেলা,
অর্থহীন বলে কিছু নেই, এটাই মেলা।