অপ্রকাশ্য অপেক্ষা
- মাসুদ রানা দিলশাদ
ফিরবে না জানা ছিল, তবু—
পথের ধুলোয় পদচিহ্ন খুঁজি।
নিভে আসা প্রদীপের শিখায়,
মনে পড়ে, মনও পোড়ে বুঝি।
সন্ধ্যা নামে চুপিসারে,
আকাশে মেঘের আনাগোনা।
হাওয়া বয়ে নেয় স্মৃতির ছবি,
অশ্রু ভেজা পথের কোণা।
ডাকছো কি দূর থেকে আমায়?
নাকি বাতাসই বাজায় সুর?
নিঃশব্দে কাঁপে রাতের ছায়া,
প্রহর গুনে একাকী দূর।
ফিরবে না জানা ছিল, তবু—
চোখের পাতায় স্বপ্ন গাঁথি।
একদিন হয়তো ফিরে দেখবে,
আমিই ছিলাম নিরব সাথী!
#masudranadilshad