সময় তরবারির ন্যায়
- মাসুদ রানা দিলশাদ
সময় তরবারির ন্যায়,
কাঙ্খিত চাওয়া পাওয়ার মাঝে।
অপেক্ষার শেষ মুহুর্তে এসে,,
হৈচৈ এ তোলপাড় সকাল -সাঁঝে।
সময় যথাযথ কাজ লাগাতে হয়
নইলে উপায় নাই..শুধু বিপর্যয়।
ক্ষনিকের জীবনে যত ভ্রান্তির স্রোত,
সবদিকে সময়সীমা সুর ওতোপ্রোত।
হৃদয়ে নাড়া দেয় যত আবদার ~
বারবার চক্ষু পলক ফেলে,
দীর্ঘশ্বাসে আস্থায় স্বস্তি মেলে।
অতীতের তলহীন দৃশ্যকাব্য..
ভাগ্য পরিস্থিতিতে মানহানি!!!
বিপদ এসে জানিয়ে গেল..
অঙ্গিকারে প্রভুভক্তি শক্তবানী।
কিছু ক্ষেত্রে বোধহয় ~
নির্দোষ হওয়া দোষের,,,
মিথ্যে বলে এত লাভ কিসের??
মায়া, মোহ,প্রেম সবাই খুঁজে,,,
সময় যে কত নির্দয় তরবারির ন্যায়;
যার হারিয়ে যায় সেই তো বোঝে।।