তারুণ্যের মেঘালয়
-মাসুদ রানা দিলশাদ
তারুণ্যের মায়া রাজ্য জুড়ে ,
বেখেয়ালি মনটা সহ্য করে।
বৃষ্টির রিমঝিম কলরব শব্দ,
ঘুমে সবকিছু নীরবে জব্দ।
বছরগুলো পেরিয়ে গেল
গুনতে গুনতে,,,
হৃদয় মাঝে বসন্ত এলো
গল্প শুনতে শুনতে।
চাওয়া পাওয়ার ব্যবধান~
মন উঠানে দেয় দোলা..
কিছু স্মৃতি রোমন্থন~
যায় না সেসব ভোলা।
স্মৃতির কথা গল্প গাঁথা,
জ্ঞান ব্যতীত সব বৃথা।
মন বিমোহিত সুরের অন্তরায়,,
মোহনার বিপরীতে ব্যথা রয়।
অপূর্ব সুন্দর কিংবা হাহাকার,
পথ জুড়ে ভীষণ মায়ার চাদর।
দুরন্ত রাঙা ভূমিতে দিন-রাত,
জীবন নিরন্তর পরীক্ষার পাঠ!
নান্দনিক আলাপে অনবদ্য ধাপ,
সেতো অবিচল গতির ছাপ ~
যতক্ষণ পর্যন্ত হায়াত মউত।
তারুণ্যের প্রতীক পর্বে খেলা,
মেঘলা দুপুর কিংবা রোদেলা।
#masudranadilshad
#마스드_라나_딜싸드
#시인
#시의_도시 5
#masudranadilshad