শিরোনামঃ গল্পটা শুধুই দু'জনের
কলমেঃ মাসুদ রানা দিলশাদ
তারিখঃ ১০-১০-২০২২
কবিতা নংঃ ১৩
পড়ন্ত বিকেলে মুহূর্তে *____
পাখিরা মলিন সুরেলা কণ্ঠে।
পাখিরা ডানা মেলে নাচে গানে গুনগুনিয়ে,
আকাশে অর্ধবৃত্তের ছোঁয়া রংধনু হয়ে।
গোধূলির পর্বে পশ্চিমে রক্তিম আভা,
পড়ন্ত বিকেলে নদীর তীরে স্নিগ্ধ শোভা।
পড়ন্ত বিকেলে আমি নদীর তীরে,
ক্লান্ত মনেও কাব্যকথা প্রণয়ের চাদরে।
তোমার কাছে প্রতি মুহূর্তে আস্থা চাই,
পড়ন্ত বিকেলে নান্দনিকতার ছোঁয়ায়।
সূর্যাস্তের মুহূর্তগুলোকে করছি স্মরণ,,
দিগন্তের পশ্চিমে ভাললাগার আকর্ষণ,,
আলোবাতাসে ভরে যায় মনপ্রাণ,,,
শুধু তুমি থেকো মোর পাশে
তোমার জন্য সযত্নে রাখি প্রেম নিবেদন।
গোধূলির পর্বে গল্প গল্পে মাতবো দুজন,
একদৃষ্টিতে তাকিয়ে থাকবো,,
তোমার হাত ধরে থাকবো,
কথার আলাপে সাজানো শব্দের অভিধান,,
একেবারে কিছু না বলে,
মুছে ফেলা রচনায় অতীতের সব অভিমান ।
যদি বিকেল বেলায় হয়না তোমার সময়,,
তবে রাত্রি জোছনার ডেকো আমায়।
খুনসুটি আবেশে মনে হবে পাগলামি,
তবে প্রেমের গাঙের জল আসলে এমনই।
মুক্ত বাতাস বইছে জোছনা ঘেরা রাতে,
উষ্ণ-শীতল-শুভ্রতা যেন সত্যিই মায়াময়,,
চাঁদের কিরণে ঝলমল অভ্যর্থনা মাঝে।
নিস্তব্ধতা সময়ে সবাই ঘুমিয়ে~
অন্ধকারে ঢেকে যাওয়া রাতে,
এক মুঠো শুভেচ্ছা দিও জোনাকি দিয়ে ~
দুটো হৃদয় একসাথে হবে অভিনব আলোতে।
প্রভাত ফেরীতে দুজন রবো একসাথে,
প্রভুর অনুগ্রহে সবসময়ই রবো একসাথে..
প্রভুর কাছে করবো কল্যাণের প্রার্থণা,
জীবনের শেষ নিঃশ্বাস অব্দি পর্যন্ত ~
প্রণয়কাব্য কেউ কাউকে ছেড়ে যাবো না।
মৌন মিলনে পত্রালাপে উপন্যাসের গল্পটা~
প্রেম মানে দারুণ খেয়াল রাখলে রাখা,,
হোক সেটা কল্পনা কিংবা বাস্তবতা!!
কিন্তু গল্পটা শুধুই দু'জনের সদা।
দুজন দু'জনার সংলাপ
যদিও অল্প তবুও সন্তুষ্ট চাহিদা,
সম্পর্কের বন্ধনে সববিষয় একইসাথে গাঁথা,
আবেগপূর্ণ ভাব বিনিময়ে চাহিদা নেই আলাদা।