মন খারাপের গল্প
- মাসুদ রানা দিলশাদ

আগে গা বাঁচাতে চাইতাম, দৌড়াইতাম বহু দূর,
ভিড়ের মাঝে লুকিয়ে থাকতাম, জীবন ছিলো দুর্বোঝা সুর।
এখন আর দেহের ভয় নেই, ক্লান্ত মনেই বেশি,
বাঁচাতে চাই একটুখানি শান্তি, চাই একটু হেসে বসি।

তারপরও চুপচাপ থাকি, বলি না কোনো কথা,
শব্দেরা গলায় আটকে থাকে, মনে জমে ব্যথা।
কেউ জিজ্ঞেস করলে হাসি দিই, বলি "ভালো আছি",
আসলে ভেতরে ঝড় বয়ে যায়, একা একা কাঁদি।

মন খারাপের এই যে গল্প, কজন বোঝে ঠিক?
সবাই ভাবে, সব ঠিক আছে, কেউ দেয় না দিক।
তাইতো এখন শিখে গেছি, নিজেকে গুটিয়ে নিতে,
গা বাঁচানোর দিন ফুরিয়েছে, মন বাঁচাইতে হবে।