বৃষ্টির সুর
- মাসুদ রানা দিলশাদ

চিলেকোঠার বেলকনিতে বসে,  
সন্ধ্যা বেলার সুর আঁধারে মিশে।
মনের ভেতর আকাঙ্ক্ষার ছায়া,  
নিখোঁজ হওয়ার মতো অদ্ভুত ধোঁয়াশা।

বৃষ্টির ছন্দে থমকে থাকা সময়,
মেঘের তর্জন গর্জন ভয়ার্ত চেহারায়।
সাদা পর্দায় আঁকা বজ্রের সুর,  
যেন আড়ালে লুকিয়ে থাকা এক অজানা দূর।

বৃষ্টি নামে, মন ভিজে যায়,  
নীরবতা ভেঙে আসে চঞ্চলতার যন্ত্রণা,  
মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে,  
আমার একলা ঘরে স্মৃতিরা জ্বলে ওঠে।

এই সন্ধ্যা, এই বৃষ্টি, এই নিঃসঙ্গতা—
মনে করিয়ে দেয় কিছু অসমাপ্ত গল্প...!
বৃষ্টির ফোঁটায় ভিজে যায় স্মৃতির মেঘ,
যেন নতুন কোনো কবিতার অনুচ্ছেদ।

০১/১০/২০২৪ ইং
রাত্রি নয়টা বেজে এগারো মিনিট
রাংগামাটি, ফুলবাড়ি, দিনাজপুর।