শিরোনাম - পাপের  অঙ্ক
কলমে - মাসুদ রানা দিলশাদ

আমি তো দেখেছি পাপের অঙ্ক,,,
হিমালয় সমান অপরাধে ধ্বংস।
দেখেছি মনুষ্যত্ব লুণ্ঠন দৃশ্য,
চুপ থেকেছে গুরু থেকে শিষ্য।

প্রতিবাদে হয়েছি উন্মাদ,,,
সংঘবদ্ধ শয়তানি শক্তির দেখেছি ফাঁদ।
জুলুমের শিকার হয়ে দেখি সব বরবাদ,
কেউ কি বলতে পারেন আমায়?
মানুষের মুক্তির তালাবন্ধ সব কপাট।

শ্রেষ্ঠ সৃষ্টির জন্ম হয়েছে নাপাক থেকে,
তাই হয়তো মানুষ জর্জরিত পাপে!
আত্মা পবিত্র  তীব্র বাসনা থাকে..
অনুশোচনা অপরাধবোধে ফাঁকে ফাঁকে।

পাপের আশেপাশে গিয়ে ঘুরেফিরে,
অতঃপর খুঁজি বেশি সত্যিকার পুণ্য রে।
পাপের আবেগে বিভ্রান্ত মন,
অজ্ঞানে ডুবে আমাদের জীবন।

#masudranadilshad