বাজার গরম
- মাসুদ রানা দিলশাদ
লেগেছে আগুন সিন্ডিকেটের কার্যক্রম,
তৃণমূল -শহরে সর্বস্তরে বাজার গরম।
যে হারে সবকিছুর দাম বেড়েছে,
স্বস্তিতে বাঁচার উপায় নাই,,,
তাইতো প্রয়োজন মেটাতে হিমশিম খাই।
হায়! বন্যায় ভাসছে দেশটা,,,
চারপাশে তাকিয়ে মর্মান্তিক পৃষ্ঠা!
কিভাবে হবে এ সমস্যার উত্তরণ?
ঐ পাড়ার দাদারা তো পানি ছাড়ে,
স্বার্থ ছাড়া তো হিসাবনিকাশ নাই!!
আলু,মরিচসহ মৌসুমী সব বাজারে,
আয়-ব্যায়ের হিসেবে অন্তর পুড়ে ছাই।
মোদের জাতীয় মাছ ইলিশ,
পদ্মার বুকে মেলে ঝাঁকে ঝাঁকে,,
কেন কিনতে হয় বেশি দামে??
মাছে ভাতে মোরা আজ চরম বিপাকে।
বাজার গরমে অতিষ্ঠ জনগণ,,
কি'বা লাভ শাক দিয়ে মাছ ঢেকে??
তেল কিংবা ঘিয়েতে হাত দি না,,
বাজার যেন ভেজালের অন্তরালে..!
সিদ্ধ কিংবা ঝলসে রান্না করি,
নইলে উপায় আফসোস করে।
মনে আছে মাছ-মাংস কেনার সাধ,
সাধ্যের বাইরে নিত্য পণ্যের প্রবাদ।
শৈশবের স্মৃতিতে ইলিশ ভাজা,
মজা করে খেয়েছি তাজা তাজা।
এখন শুধু ইলিশ পায় ও খায়,
তারা সমাজে পরিচিত মহারাজা।
কৃষকের শ্রম পড়ে থাকে মাটিতে ,
মূল্যায়ণে - দাম পাই না ঠিক মতো।
কোন কিছু কিনতে গেলে,
চড়া দাম শুনে মাথা নষ্ট।
পরিবহনেও বেড়েছে ভাড়া হায়!,,,,
ইচ্ছে হয় যেতে সেই সোনালী যুগে!
দেশে আইন থাকলেও উক্ত তদারকি নাই।
আর হবে না বোধহয় পড়ালেখা!?
পাঠ্যপুস্তকের যে চড়া দাম!!
সেই সাথে খাতা-কলমের দাম ...
প্রতিনিয়ত পরিস্থিতি অসহ্য বেমালুম।