শেষ বেলার গল্প
- মাসুদ রানা দিলশাদ
তারিখ: ২২/১১/২০২৩ইং

প্রবহমান এক নদীর খেলা,
চলে খরস্রোতা ঢেউয়ের দোলা।
গল্প গুলো হয়তো এলোমেলো,
জ্বলে তবুও অপেক্ষার আলো।

বিদায় বেলায় কথা হবে কি-না,
দেখা হবে কি-না - জানি না!
অপূর্ণ রবে বুঝি কিছু বাসনা।
হৃদয়ে জটিল সমীকরণ ঢাকা,
প্রণয়ে বারবার স্বপ্ন চূড়া আঁকা।

হেসে খেলে চুপটি করে কান্না,
বেলা শেষে গল্পটি একেবারে শূন্য!
সব উপমা কি সবার জন্য???
জীবন কেন এমন - একথা বলিনি ;
এই ভেবে যে - জীবন তো এমনি।

ধরণীর বুকে ইচ্ছে রঙিন প্রচ্ছদে,
অভিমানে নোনাজল কেঁদে কেঁদে।
মিথ্যে অজুহাত দেখিয়ে কি লাভ?
শেষ বেলাতে এসে অনুভব কলরব।

ক্লান্তিতে চোখে ঘুম শুভ্রতায়,
আঁখি মেলে দেখা অনুতপ্ত নীড়!!
ভীতি সৃষ্টি ও নির্জনতায় পরিচয়,
একা-একা বসে শত শব্দের ভীড় ।।

যত যা কিছু করো না কেন,
পইপই করে অংক কষে...
জীবনের হিসাব মেলানো কঠিন!!
আরও কঠিন শেষ বেলায় এসে।