৷ ।  বোধের দুয়ার । ।

মাসুদ রান দিলশাদ

কবে খুলবে মোদের বোধের দুয়ার?
সময়ের স্রোতে ভাসি, তবু থামি না একবার।
একটুখানি থেমে কি ভাবি কখনো—
কোথায় যাচ্ছি? কী গন্তব্য আমাদের?

আমরা হুজুগে ছিলাম, আছি,
তবে কি এমনই থাকবো চিরকাল?
নিয়ত করেছি অঘোষিত অভ্যস্ততায়!!
অন্ধ পথিকের মতো ছুটে চলেছি,
আকাশ ছুঁয়ে গিয়ে মাটির স্পর্শ ভুলেছি।

আগামীর পাতায়ও কি একই গল্প?
কেন এই বৃত্তে ঘুরপাক?
ভ্রান্তির দেয়ালে আর কত উৎসব?
প্রশ্ন উঠুক, উত্তর আসুক—
সচেতনতার রঙে বোধের দুয়ার হোক উন্মুক্ত।

বোধের দুয়ার খুলবে কি কখনো?
যেদিন হুজুগের স্রোত ভেঙে
আমরা ভাবতে শিখব, জানতে চাইব—
সেদিনই মিলবে মুক্তি
অজানার, অবিশ্বাসের, অন্ধকার গহ্বর থেকে।

--- #masudranadilshad #অভ্র