শিরোনাম- অঝোরে নামে ঝর্ণা
কলমে - মাসুদ রানা দিলশাদ
পথিকৃৎ শহরের বুকে,
পথিমধ্যে একাকী সময়...
নিশাচরে নিরব ভূমিকায় ।
দিশা খুঁজেছি কতো প্রেরণা,
অব্যক্ত যন্ত্রনা বুকে তলিয়ে ভাবনা।
আজ সব পথ পিছনে ফেলে,
অদ্ভুত প্রান্তে এসেছি চলে!!
পেয়ে যেন হারানোর বেদনা,
হৃদয় গহীন কোণে নীরব যন্ত্রনা।
হয়তো বুঝে উঠতেই পারি নাই,,
স্নিগ্ধ সুদূর স্মৃতি কোন অজানা!
এক দৃষ্টি ছুঁয়ে প্রতিনিয়ত বিস্ময়।
যে ডাকে আর সাড়া পাবোনা,,
প্রাণের ছোঁয়া পাবো না!
পিছুটান থাকলেও পিছুডাক নাই~
বৃথা অভিমান, অনন্ত সুরে প্রণয়।
সে ডাকের নামটি ধরে,
আর কখনও ডেকো না মোরে।
অন্তরের অন্তস্তল থেকে বর্ণনা,
শেষ সোপানে দাড়িয়ে মোহনা..
অঝোরে নামে অনুভূতি ঝর্ণা।
সান্ত্বনার উপমা- আর কেঁদো না,,
আঁখি মেলি ললাটে রুদ্র যন্ত্রণা।
আজি সব পথ পিছনে ফেলে,
অদ্ভুত প্রান্তে এসেছি চলে!!