অনুভূতি অনির্বাণ
- মাসুদ রানা দিলশাদ
আকাশে শুভ্র ঘুড়ির বিম্ব,
দেয়ালে ঘড়ির কাঁটার শব্দ..!
রংধনু সেতু নির্মিতব্য নিদারুণ,
নিমিষে বিলীন অদূরে জলরঙ।
সময়ের সাথে জীবন দর্শন,
তিক্ত কিছু অতীত বিবরণ!
জীবন মানে স্বল্প দৈর্ঘ্য ভ্রমণ,
পরিবর্তনে সংস্কার প্রয়োজন।
দুঃখকে কেউ করে না চুরি,
তবে হৃদাকাশে গল্প লুকোচুরি!
জীবন-জীবিকার তাগিদে চিন্তা,
মেতে নিতে হয় অসহ্য সব নিন্দা।
অণুগল্প নিয়ে অনুভূতি অনির্বাণ,
অব্যাক্ত ভাললাগার প্রতিস্ফলন।
অতীত হয়ে যাচ্ছে প্রতিমুহূর্ত,
চোখ মেললেই নিদারুণ দৃশ্য গন্তব্যে!
আঁকাবাকা রাস্তাতে ছুঁয়ে গেছে প্রাণ,
সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভুলে থাকি অভিমান।