অবরুদ্ধ দেয়ালের কান্না
- মাসুদ রানা দিলশাদ

যেখানে আঁধার গাঢ় হয়ে নামে,
সেখানে বিবেক মরে যায়,
যেখানে নরপশুর তাণ্ডব নাচে,
মানবতা নিঃশেষ হয়ে যায়।

নারী কি তবে অপরাধী?
তার চলন, বলন, বা পোশাকে?
নাকি নষ্ট সমাজের ঘুণ ধরা মানুষ,
বন্য লালসায় মত্ত থাকে?

হাফেজা, মা, শিশু, কন্যা,
কেউ কি তবে রেহাই পায়?
ঘরেও নাকি নিরাপদ নয়,
অবরুদ্ধ দেয়ালও কাঁদে হায়!

সমাধান কি বোঝা বয়ে চলা?
নীরব থেকে সব সহ্য করা?
চাই যে ন্যায়ের দীপ্ত আলো,
চাই সমাজ শুদ্ধ সবার জন্য।

চাই সে শাসন, চাই সে পথ,
যেখানে ইসলাম জাগ্রত থাকে,
চাই খেলাফত, ন্যায়ের ছায়া,
যেখানে সুবিচার জীবন্ত থাকে।

আসবে সে দিন, আসবেই আলো,
ন্যায়ের তলে হাসবে প্রাণ,
ইসলাম সেই শুদ্ধ বিধান,
দিবে নারীকে তার প্রাপ্য সম্মান।
#masudranadilshad