মাটির কোলে কথা
- মাসুদ রানা দিলশাদ

ইট পাথর জমে উঠুক দূরের শহরে,
আমার মনে ঘর বাঁধে মাটির কোল ঘেঁষে।
উঠোন জুড়ে সবুজের ছায়া, পাখির গান,
শিমুল তলায় বসে পেতাম জীবনের সন্ধান।

পাকা দালান চায় সুরম্য বিলাস,
কিন্তু সেখানে নেই মাটির স্পর্শ, আশ্বাস।
সেই শীতল মাটিতে হেঁটে সকালবেলা,
যেন জীবনের সুর, মৃদু ঢেউয়ের খেলা।

কাঠের জানালায় বাতাস ঢুকুক লুকোচুরি,
দেয়ালে টাঙানো শূন্য স্মৃতির গল্প বয়ে আনি।
তপ্ত দুপুরে শিমুলের ছায়া লুকায়,
গোধূলি বুনে ঘরে রঙিন স্বপ্ন সাজায়

মাটির ঘরে বাঁধা সুখের মধুর ছন্দ,
নেই শহরের জৌলুস, নেই বন্দনার দ্বন্দ্ব।
তবু আমার মন চায় সেখানেই ফিরতে,
যেখানে মাটির গন্ধে সময় হারিয়ে যেতে।

শিকড়ের টান বড় গভীর ও স্নিগ্ধ,
মাটির কোলে তাই পাই আশ্রয় অনিন্দ্য।
#masudranadilshad
১৩/০১/২০২৫ খ্রীঃ
মাটির ঘর √
রাংগামাটি, ফুলবাড়ি, দিনাজপুর